• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পেগাসাস কাণ্ডের তদন্তের দাবি নীতীশের, অস্বস্তিতে বিজেপি

ফোনে আড়ি পাতার অভিযোগ ঘিরে এবার বিজেপি-র অন্যতম সহযােগী দল জেডি (ইউ)-র তরফে তদন্তের দাবি নরেন্দ্র মােদী সরকারে অস্বক্তি বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পেগাসাস কাণ্ডের তদন্ত চাইলেন নীতীশ কুমার। ফোনে আড়ি পাতার অভিযোগ ঘিরে এবার বিজেপি-র অন্যতম সহযােগী দল জেডি (ইউ)-র তরফে তদন্তের দাবি নরেন্দ্র মােদী সরকারে অস্বক্তি বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নীতীশ সােমবার বলেন, “আমি অবশ্যই পুরাে বিষয়টির তদন্ত চাই । মানুষকে বিব্রত এবং হয়রান করার উদ্দেশ্যে এমন কাজকরা অনুচিত। পুরাে বিষয়টি প্রকাশ্যে আসা উচিত।’

Advertisement

ইজরায়েলি স্পাইওয়্যারের সাহায্যে নেতা, মন্ত্রী, শিল্পপতি, বিচারপতি, সাংবাদিকদের ফোনে আড়ি পাতার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের দাবি, তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই পেগাসাস কাণ্ডের তদন্তের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলির শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

আগামী বৃহস্পতিবার শীর্ষ আদালতে এই শুনানি হবে। জেডি (ইউ)-র একটি সূত্র জানাচ্ছে, গত মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময় থেকেই বিজেপি-র সঙ্গে নীতীশের দূরত্ব তৈরি হয়েছে।

জেডি (ইউ)-র তরফে রামচন্দ্র প্রসাদ সিংহের পাশাপাশি রাজীবরগুন ওরফে লালন সিংহকে কেন্দ্রে মন্ত্রী করার আবেদন জানিয়েছিলেন নীতীশ। কেন্দ্রে দু’টি প্রতিমন্ত্রীর পদও চেয়েছিলেন।

কিন্তু তা না মেনে শুধুমাত্র রামচন্দ্রকে মন্ত্রী করেন মােদী। যিনি বিজেপি-ঘনিষ্ঠ বলেই জেডি (ইউ)-র অন্দরে পরিচিত। এর পর গত সপ্তাহে জেডি (ইউ)-র সর্বভারতীয় সভাপতির পদ থেকে রামচন্দ্রকে সরিয়ে মুঙ্গেরের সাংসদ লালনকে বসিয়েছেন নীতীশ।

Advertisement