ধীরে ধীরে রাজ্য ও রাজ্যপালের সঙ্গে দূরত্ব কমছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়রে সঙ্গে প্রায় দেড়ঘন্টা একান্তে বৈঠক করেন।
শুক্রবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে স্পিকারের একটি আলােচনা পর্বের কথা নিজেই সকালে টুইট করে জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
Advertisement
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল চারটে নাগাদই রাজভবনে পৌছে গেলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের বৈঠক হল তাদের।
Advertisement
রাজভবন থেকে বেরিয়ে এসে স্পিকার জানান, বিধানসভা পরিচালনার নিয়ম নিয়ে রাজ্যপালের সঙ্গে আলােচনা হয়েছে। দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের মধ্যে যেভাবে আলােচনা হওয়ার কথা, সেভাবেই হয়েছে।
স্পিকার রাজভবন ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই এই বৈঠকের কথা টুইট করে জানান রাজ্যপালও। স্পিকারের সঙ্গে দেখা হওয়া এবং আলােচনার ছােট একটি ভিডিও পােস্ট করে রাজ্যপাল লেখেন, পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ডাকে রাজভবনে এসেছিলেন।
দু’জনের মধ্যে প্রায় একঘন্টা ধরে নানাবিধ বিষয়ে আলােচনা হয়েছে। কীভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি একসঙ্গে মানুষের জন্য কাজ করতে পারে, সেই বিষয়ে আলোচনা হয়েছে।
Advertisement



