• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

৩৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডেল্টা প্লাস প্রজাতির করােনা ভাইরাস সনাক্ত 

ডেল্টা প্লাস প্রজাতির করােনা ভাইরাসের সংক্রমণে দেশে করােনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে এমনটা শােনা যাচ্ছে।

প্রতীকী ছবি (File Photo: AFP)

ডেল্টা প্লাস প্রজাতির করােনা ভাইরাসের সংক্রমণে দেশে করােনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে এমনটা শােনা যাচ্ছে। উল্লেখ্য, করােনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার নেপথ্যে মূল কারিগর ছিল ডেল্টা প্রজাতির করােনা ভাইরাস। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানাে হয়েছে, দেশের প্রায় ৩৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৭৪ টি জেলায় সার্স-কোভ ২ করােনা ভাইরাসের ভিন্ন প্রজাতি সনাক্ত করা গেছে, যা উদ্বেগজনক। মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, গুজরাতে সর্বোচ্চ সংখ্যক সার্স-কোভ-২ করােনা ভাইরাসের ভিন্ন প্রজাতির দ্বারা সংক্রমণের খবর পাওয়া গেছে। 

Advertisement

উত্তরপ্রদেশের পূর্বাংশে কোভিড রােগীদের থেকে গৃহীত নমুনার মধ্যে ডেল্টা প্লাস প্রজাতির করােনা ভাইরাস সনাক্ত করা গেছে। 

Advertisement

ইন্সটিটিউট অফ জেনােমিকস এন্ড ইন্টিগ্রেটিভ বায়ােলজির কাউন্সিল অফ সায়েন্টেফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের রিপাের্টে উল্লেখ করা হয়েছে, ৮০ শতাংশ নমুনায় ডেল্টা প্রজাতির করােনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। ৬ শতাংশ আলফা প্রজাতির সংক্রমণ সনাক্ত হয়েছে। 

গ্রেট ব্রিটেনে প্রথমবার আলফা প্রজাতির ভাইরাস সংক্রামিত হয়েছিল। গােরক্ষপুরে একজন এমবিবিএসের ছাত্র ও একজন ষাটোর্ধ্ব ডাইরিয়া রােগী ডেল্টা প্রজাতির দ্বারা সংক্রামিত হয়েছেন। করােনা চিকিৎসা চলাকালীন ওই বৃদ্ধ মারা যান।

Advertisement