• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

অত্ত্বঃসত্ত্বা ফ্রেইদা পিন্টো

স্লামডগ মিলেনিয়ার খ্যাত অভিনেত্রী ফ্রেইদা পিন্টো মা হতে চলেছেন। অভিনেত্রী তার অত্ত্বঃসত্ত্বা হওয়ার খবর সােশ্যাল মিডিয়ায় জানান।

ফ্রেইদা পিন্টো (Photo: IANS)

স্লামডগ মিলেনিয়ার খ্যাত অভিনেত্রী ফ্রেইদা পিন্টো মা হতে চলেছেন। অভিনেত্রী তার অত্ত্বঃসত্ত্বা হওয়ার খবর সােশ্যাল মিডিয়ায় জানান। কোরি ট্রানের সঙ্গে তার নিজের ছবি ইন্সটাগ্রামে পােস্ট করে লেখেন, ‘বেবি ট্রান কামিং দিস ফুল।

পাশাপাশি ফ্রেইদা পিন্টো তার বেবি বাম্পের কিছু ছবিও ইন্সটাগ্রাম পােস্টে শেয়ার করেছেন। তারপরই পিন্টোর ইন্সটাগ্রাম প্রােফাইলে শুভেচ্ছা বার্তা উপচে পড়তে শুরু করেছে।

Advertisement

অভিনেত্রী স্কুণাল ঠাকুর লেখেন, ‘ফ্রেইড ও কোরিকে। আমি খবরটি দেখার পর আত্মহারা হয়ে পড়েছি। বলিউড অভিনেত্রী, মডেল ও ডান্সার নােরা ফতেহি কফি উইথ করনের সেটে ফ্রেইডার সঙ্গে তাঁর ছবি পোস্ট করে লেখেন, ‘ও মাই গড। শুভেচ্ছা।

Advertisement

২০১৯ সালে নভেম্বরে তার দীর্ঘদিনের বন্ধু কোরি ট্রানের সঙ্গে এনগেজমেন্ট করেন। পেশায় ফটোগ্রাফার কোরির সঙ্গে বন্ধুত্ব হওয়ার আগে ফ্লেইদা অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে ডেট করতেন। ড্যানি বােয়লি পরিচালিত স্লামডগ মিলেনিয়ার ছবিতে দেব তার নায়ক ছিলেন।

Advertisement