• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বােলপুরে শতাব্দী-অনুব্রত একই সঙ্গে

দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বীরভূম সাংসদ শতাব্দী রায় ও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করা গিয়েছে।

শতাব্দী রায় এবং অনুব্রত মণ্ডল (Photo: FacebookSatabdi5Royofficial)

দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বীরভূম সাংসদ শতাব্দী রায় ও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করা গিয়েছে। তিন বছর দলীয় কার্যালয়ে পা রাখেননি সাংসদ শতাব্দী রায়।

কিন্তু এবারের রাজ্য বিধানসভা নির্বাচনের পরে সেই পরিস্থিতির বদল ঘটতে থাকে। সাংসদকে দেখা যায় জেলার একাধিক পুরসভায় গিয়ে বৈঠক করতে। সিউড়িতে দলীয় কার্যালয়েও তিনি যান।

Advertisement

এবার রবিবার বিকালে বােলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক করলেন সাংসদ শতাব্দী রায়। বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে তার দূরত্বের কথা এড়িয়ে গিয়ে জানান, কারও সাথে তাঁর দূরত্ব নেই। কাজের চাপে তিনি এখানে আসতে পারেননি। এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েই তাঁদের মধ্যে আলােচনা হয়েছে।

Advertisement

Advertisement