• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

ওয়েব সিরিজে এবার দেখা যাবে সিরিয়াল ‘শ্রীময়ী’ ও ‘জুন আন্টি’ জুটিকে একসঙ্গে 

ইন্দ্রাণী হালদার অভিনীত শ্রীময়ী এবং ঊষসী চক্রবর্তী অভিনীত জুন আন্টি। দুই অভিনেত্রীকে খুব তাড়াতাড়ি এবার একসঙ্গে দেখা যাবে ওয়েব সিরিজে।

গত বছর ডিসেম্বরে শেষ হয়েছে ধারাবাহিক ‘শ্রীময়ী’র সম্প্রচার। কিন্তু তার চরিত্ররা এখনও দর্শকদের বড্ড প্রিয়।

বিশেষ করে ইন্দ্রাণী হালদার অভিনীত শ্রীময়ী এবং ঊষসী চক্রবর্তী অভিনীত জুন আন্টি। দুই অভিনেত্রীকে এবার একসঙ্গে দেখা যাবে ওয়েব সিরিজে।

টলিপাড়ায় জোর গুঞ্জন ফ্লিক বুক এবং চেরি পিকস মুভিজ প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন সিরিজ ‘ছোটলোক’।

এবার ওয়েব প্ল্যাটফর্মে-এ একসঙ্গে অভিনয় করতে চলেছেন ইন্দ্রাণী হালদার ও ঊষসী চক্রবর্তী। পরিচালনায় ইন্দ্রনীল রায়চৌধুরী। গোটা বিষয়টি এখন প্রাথমিক স্তরে রয়েছে বলেই খবর।

শোনা গিয়েছে, সিরিজে রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ইন্দ্রাণী হালদার। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে দেখা যাবে ঊষসী চক্রবর্তীকে।

সূত্রের খবর, এক যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে সিরিজের কাহিনি শুরু হবে। তাতে রাজনীতিবিদের ছেলের নাম জড়িয়ে যাবে। তারপরই ঘটবে নানা ঘটনা।

সিরিজে রাজনীতিবিদ ইন্দ্রাণী হালদারের ছেলের ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঊষসী রায়কেও।

‘শ্রীময়ী’ ও ‘জুন আন্টি’ হিসেবে না হলেও অন্য দুই চরিত্র হিসেবে একসঙ্গে কাজ করতে চলেছেন ইন্দ্রাণী ও ঊষসী।