• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গঙ্গায় মৃতদেহ ভেসে আসায় জল কি সংক্রমিত হয়েছে? খতিয়ে দেখবে কেন্দ্রের কমিটি 

করােনায় দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল করােনা আক্রান্তদের মৃতদের অনেকের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি (Photo: IANS)

করােনায় দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল করােনা আক্রান্তদের মৃতদের অনেকের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। 

এই ঘটনায় গঙ্গার জলে ভাইরাস ছড়িয়েছে কিনা, তা দেখতে এবার কমিটি তৈরি করল কেন্দ্র। বেশ কয়েকটি পর্যায়ে এই গবেষণা চলবে। কনৌজ ও পাটনার ১৩ টি জায়গা থেকে নমুনা নেওয়া হয়েছে। 

Advertisement

লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চের ডিরেক্টর সরােজবাতিক জানান, বেশ কয়েকটি পর্যায়ে এই গবেষণা চলবে। জলের নমুনা থেকে ভাইরাসের আরএনএ আলাদা করে তারপর আরটি-পিসিআর টেস্ট করা হবে। 

Advertisement

এর ফলে বােঝা যাবে গঙ্গার জলে দূষণের মাত্রা কতখানি। এর মধ্যে করােনা ভাইরাস রয়েছে কিনা। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এই গবেষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই প্রসঙ্গে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা’র ডিরেক্ট ডি পি মাথুরিয়া জানিয়েছেন, সাধারণত এই পরিবেশে ভাইরাস বেঁচে থাকতে পারে না। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গবেষণার।

Advertisement