• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গত ২৪ ঘন্টায় করােনায় মৃত ১৪৮ 

করােনা পরিস্থিতির উন্নতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় করােনা সংক্রমণ আনেকটাই কমেছে। বাড়ছে সুস্থতা। রাজ্যে মােট করােনাজয়ীর সংখ্যা ১২ লাখেরও গণ্ডি ছাড়িয়েছে। 

প্রতীকী ছবি (Photo by Arun SANKAR / AFP)

করােনা পরিস্থিতির উন্নতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় করােনা সংক্রমণ আনেকটাই কমেছে। বাড়ছে সুস্থতা। রাজ্যে মােট করােনাজয়ীর সংখ্যা ১২ লাখেরও গণ্ডি ছাড়িয়েছে। 

এদিকে শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। কিন্তু মৃত্যুহার উদ্বেগে রাখছে। 

Advertisement

গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। তার মধ্যে ৪৪ জন কলকাতার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে করােনায় এদিন কোনও মৃত্যু হয়নি। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করােনাকে হারিয়ে ১৮ হাজার ৭৭৪ জন সুস্থ হয়েছেন।

Advertisement