• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অসুস্থ অনুব্রত মণ্ডল

অনুব্রত মন্ডল অসুস্থ। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে বােলপুর থেকে কলকাতায় আনা হয়েছে। গত কয়েকদিন ধরে এই তৃণমূল নেতা অসুস্থতার কারণে গৃহবন্দি ছিলেন।

অনুব্রত মণ্ডল (Photo: IANS)

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল অসুস্থ। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে বােলপুর থেকে কলকাতায় আনা হয়েছে। গত কয়েকদিন ধরে এই তৃণমূল নেতা অসুস্থতার কারণে গৃহবন্দি ছিলেন। বুধবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়।

বৃহস্পতিবার দুপুরে এই সমস্যা বাড়তে থাকায় দলীয় নেতৃত্বের নির্দেশে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ অনুব্রতকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। এই নেতার শরীরে কোভিডের উপসর্গ রয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

যদিও এখনও এই নেতার কোভিড টেস্ট হয়নি। অনুব্রতর একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সুগার, প্রেসার ও রয়েছে। কলকাতার আপেলাে হাসপাতালে অনুৱত মণ্ডল মাঝেমধ্যেই আসেন রুটিন চেকআপের জন্য। তবে এবার জ্বর এবং শ্বাসকষ্টের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Advertisement

Advertisement