• facebook
  • twitter
Friday, 30 January, 2026

‘ইয়াস’ আছড়ে পড়ার সময় ঢেউ উঠবে দুই থেকে চার মিটার 

বুধবার দুপুরে শক্তিশালী ঘূর্ণিঝড় 'ইয়াস’ অতিক্রম করবে ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের দিঘার মধ্যে ওড়িশার বালেশ্বরের কাছ দিয়ে।

ঘূর্নিঝড় ইয়াস (Photo: IANS)

বুধবার দুপুরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ অতিক্রম করবে ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের দিঘার মধ্যে ওড়িশার বালেশ্বরের কাছ দিয়ে। এর ফলে উপকূল সংলগ্ন সমুদ্রে জলােচ্ছ্বাস দেখা যাবে। ঢেউয়ের উচ্চতা ২ থেকে ৪ মিটার পর্যন্ত হতে পারে বলে মৌসম ভবন জানিয়েছে।

সােমবার বিকেল ৫ টা ৫০ মিনিটের বুলেটিনে মৌসম ভবন জানায়, ‘ইয়াস’ আছড়ে পড়ার সময় এই রাজ্যের উপকূলবর্তী নীচু এলাকা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ওড়িশার বালেশ্বর, ভদ্রক, জগৎসিংপুর, কেন্দাপাড়ায় ২ থেকে ৪ মিটার উচ্চতায় ঢেউ আছড়ে পড়বে। সমুদ্র উত্তাল হয়ে উঠবে।

Advertisement

মঙ্গল ও বুধবার কোনওভাবেই মৎস্যজীবীরা যেন সমুদ্রে না থাকেন, ইতিমধ্যে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। উপকূলরক্ষী বাহিনী সমুদ্রের মধ্যে থাকা জলযান, পণ্যবাহী জাহাজগুলিতে জেটিতে ফিরিয়ে আনার জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

Advertisement

Advertisement