দিল্লিতে ১৫ বছরে সবচেয়ে দেরিতে এল বর্ষা 

অবশেষে আবহাওয়া দফতরের পূর্বাভাসই সত্যি হল। এবার দিল্লিতে বর্ষা এল অনেক দেরিতে। ১৫ বছরের মধ্যে এবার সবচেয়ে দেরিতে বর্ষা এল রাজধানীতে। 

Written by SNS New Delhi | July 14, 2021 12:23 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

মঙ্গলবার সকাল থেকেই রাজধানী দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে বইছে ঝােড়াে হাওয়া। এদিন সকাল থেকেই দিল্লি ও তার সংলগ্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। 

বলা হয়েছিল, বাহাদুরগড়, গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা সহ বেশিরভাগ এলাকায় বৃষ্টি হবে। হরিয়ানার সােনিপত, রােহতক, গােহানা এবং উত্তরপ্রদেশের খেকড়া অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাব্লা রয়েছে। 

অবশেষে আবহাওয়া দফতরের পূর্বাভাসই সত্যি হল। এবার দিল্লিতে বর্ষা এল অনেক দেরিতে। ১৫ বছরের মধ্যে এবার সবচেয়ে দেরিতে বর্ষা এল রাজধানীতে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গত শনিবার দিল্লিতে বর্ষা আসার কথা ছিল, যদিও বাস্তবে তা হয়নি। পরিস্থিতি অনুকূল থাকা সত্ত্বেও কেন দেরিতে বর্ষা এল, তা খতিয়ে দেখছে মৌসম ভবন।