• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাকিস্তানকে তথ্য পাচারের অভিযােগে ইন্দোরে দুই শিক্ষিকা বােন গ্রেফতার 

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচার করার অভিযােগে ইন্দোরের মৌ থেকে দুই বােনকে রবিবার গ্রেফতার করল পুলিশ। দুই বােনই স্কুল শিক্ষক।

প্রতীকী ছবি (File Photo: iStock)

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচার করার অভিযােগে ইন্দোরের মৌ থেকে দুই বােনকে রবিবার গ্রেফতার করল পুলিশ। দুই বােনই স্কুল শিক্ষক। 

তাদের বিরুদ্ধে অভিযােগ পাকিস্তানের দুই ব্যক্তির সঙ্গে এই দুই বােন নিয়মিত যােগাযােগ রাখত। সােশ্যাল মিডিয়ার মাধ্যমে দুই বােন ভুয়াে পরিচয় দিয়ে দুই ব্যক্তির সঙ্গে এক বছর ধরে বার্তা বিনিময় করেছে। 

Advertisement

পুলিশের প্রাথমিকভাবে সন্দেহ পাকিস্তানের দুই ব্যক্তি আসলে আইএসআইয়ের এজেন্ট। এই দুই শিক্ষিকার বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেট পুলিশ বাজেয়াপ্ত করেছে। 

Advertisement

ইন্দোর পুলিশের আইজি হরিনারায়ন চারি মিশ্র জানান, অনেক দিন ধরেই এই দুই মহিলার উপর নজর রাখা হচ্ছিল। সেনার তরফে নজরদারি ছিল। দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সেনা তরফে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Advertisement