বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তিন সন্তানের মা হতে চান। অভিনেতা রণবীর সিংকে বিয়ে করার পর অভিনয় না ছাড়লেও সংসার করতে চান চুটিয়ে। এইসব ইচ্ছা প্রকাশ করেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।
দীপিকা সাধারণত ব্যক্তিগত বিষয়ে খুব একটা মুখ খুলতে চান না। অনেকেই ফেসবুক বা হােয়াটসঅ্যাপে নিজের কথা বললেও দীপিকা এ ব্যাপারে নীরবতায় পছন্দ করেন। অনুরাগীদের প্রশ্নের চাপে একসময় তিনি নিজের ইনস্টাগ্রামও বন্ধ করে দিয়েছিলেন।
Advertisement
অভিনয়ের পাশাপাশি পরিবার সম্পর্কেও যথেষ্ট সচেতন দীপিকা। আগামী দশ বছরের পরিকল্পনার কথা ঘােষণা করে দীপিকা বলেছেন, সন্তানদের নিয়ে শুটিংয়ে যেমন যাব, তেমনই বাড়িতেও ওদের সঙ্গে সময় দেব। খােলামেলা এত কথা দীপিকা কখনওই বলেন না। তবে এই সাক্ষাৎকারে দীপিকা অনেকটাই স্বচ্ছন্দ ও সপ্রতিভ।
Advertisement
Advertisement



