দশ চাকা লরির পিছনে একটি মুরগীবােঝাই পিক আপ ভ্যান ধাক্কা মালে পিক আপ ভ্যানের চারজন আরােহী মারা যান। বৃহস্পতিবার ভােরে দুর্ঘটনাটি ঘটে ৬ নং জাতীয় সড়কের হরিনায়। খড়গপুর থেকে কলকাতামুখী লেনে একটি দশ চাকা লরি আচমকাই ব্রেক কষে।
পিছনে থাকা পিক আপ ভ্যানটি গতি নিয়ন্ত্রণ না করতে পেরে লরির পিছনে ধাক্কা মারে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটের ধন্যকুড়িয়া গ্রামে।
Advertisement
মৃত পিকআপভ্যান আরােহীদের নাম মুস্তাফা মন্ডল, আয়নাল হক মন্ডল, সুশান্ত দাস, প্রসেনজিৎ ভট্টাচার্য। গাড়ি দুটিকে আটক করেছে খড়গপুর লােকাল থানার পুলিশ।
Advertisement
Advertisement



