• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

পিএম কেয়ার্স ফান্ডে দলাই লামার অনুদান

কোভিডের বিরুদ্ধে ভারতীয়দের কঠিন লড়াইকে আরও জোরদার করে তােলার লক্ষ্যে তিব্বতীয় ধর্মীয় গুরু দলাই লামা পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দেওয়ার কথা ঘােষণা করেন।

দলাই লামা (File Photo: SNS)

কোভিডের বিরুদ্ধে ভারতীয়দের কঠিন লড়াইকে আরও জোরদার করে তােলার লক্ষ্যে তিব্বতীয় ধর্মীয় গুরু দলাই লামা পিএম কেয়ার্স। ফান্ডে অনুদান দেওয়ার কথা ঘােষণা করেন।

দলাই লামা একটি বিবৃতি দিয়ে জানান, কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। করােনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সমস্ত শক্তি নিয়ে ঝাপিয়ে পড়েছে। দলাই লামা ট্রাস্ট পিএম-কেয়ার্স ফান্ডে অনুদান পাঠনাের জন্য বলেছি। ভারতীয় ভাই-বােনেদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে সামান্য অনুদান দেওয়া হচ্ছে।

Advertisement

তিনি বলেন, ভারত সহ সমগ্র বিশ্বে করােনার বিরুদ্ধে লড়াই চলছে, আমাকেও লড়াই করতে হচ্ছে। সামগ্রিকভাবে পরিস্থিতি চিন্তাজনক। ভারতের পরিস্থিতি ভয়াবহ, প্রতিদিন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমি ভারতীয়দের লড়াইয়ে সামান্যতম সহযােগিতা করার সুযােগ পেয়েছি। অক্তিত্ব সঙ্কটের লড়াই যেন দ্রুত শেষ হয় এটাই চাই ।

Advertisement

Advertisement