মােদির সঙ্গে ভেন্টিলেটরের অনেক মিল রয়েছে, কারণ দরকারে পাওয়া যায় না: রাহুল গান্ধি

রাহুল গান্ধি বলেন, প্রয়ােজনে ভেন্টিলেটর এবং মােদি কাজ করে না। আসল দরকারে পাওয়াও যায় না।

Written by SNS New Delhi | May 18, 2021 11:49 pm

রাহুল গান্ধি (Photo: IANS/AICC)

অতিমারি পরিস্থিতি মােকাবিলায় ব্যর্থ কেন্দ্রীয় সরকার। লাগাতার সমালােচনার মুখে পড়ছে কেন্দ্র। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে করােনা চিকিৎসার জরুরি সরঞ্জাম ভেন্টিলেটরের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

সােমবার সকাল ১১ টা নাগাদ একটি টুইট করেন রাহুল। এখানে তিনি বলেন, ‘প্রথমত, জনগণের সঙ্গে সম্পর্ক নেই। দ্বিতীয়ত, নিজেদের কাজ করে না। তৃতীয়ত, প্রয়ােজনের সময় খুঁজে পাওয়া যায় না।’ 

সম্প্রতি পিএম কেয়ার্স তহবিলের অর্থে কেনা ভেন্টিলেটর বেশ কয়েকটি রাজ্যে পাঠিয়েছিল কেন্দ্র, কিন্তু অধিকাংশ রাজ্য থেকে অভিযােগ আসে, ভেন্টিলেটরগুলি কাজ করছে না। যদিও কেন্দ্রের দাবি, হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামাে নেই তাই ভেন্টিলেটরগুলি কাজ করছে না।

উল্টে কেন্দ্রের পাঠানাে ভেন্টিলেটরগুলি কাজে লাগাক রাজ্য, বৈঠকে এমনই নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই ভেন্টিলেটরগুলি কাজ না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে নিশানা করে এদিন টুইট করেন রাহুল গান্ধি। তিনি বলতে চান, প্রয়ােজনে ভেন্টিলেটর এবং মােদি কাজ করে না। আসল দরকারে পাওয়াও যায় না।