• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

জাহ্নবীর তুলির টান

আমি ফের পেন্টিংয়ের মধ্যে ডুবে গেছি। নিজের আঁকা বেশ কিছু ছবি সােশ্যাল মিডিয়ায় পােস্ট করে এমনটাই লিখেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

জাহ্নবী (ছবি: SNS)

সদ্যই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে এসেছেন। তিনি বলেন, মালদ্বীপ থেকে ফিরে আসার পর আমি ফের পেন্টিংয়ের মধ্যে ডুবে গেছি। নিজের আঁকা বেশ কিছু ছবি সােশ্যাল মিডিয়ায় পােস্ট করে এমনটাই লিখেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

তিনি বলেন, আগের বছর করােনা সংত্রমণের কারণে লকডাউনেও ছবি এঁকে সময় কাটাতাম। ইন্সটাগ্রামে সমুদ্রের জলরাশির ওপারে সূর্যাস্তের আর্কা ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে ঘন নীল আকাশের কোলে ভেসে চলা মেঘের ফাকে উদীয়মান চাঁদের একটুকরাে ঝলক দেখা গেছে।

Advertisement

Advertisement

Advertisement