• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

৩২-এ জীবনযুদ্ধ শেষ

মাত্র ৩২ বছর বয়সেই জীবনযুদ্ধ শেষ করলেন ইয়ােভিল টাউন দলের অধিনায়ক লি কোলিন্স। বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লি কোলিন্স (ছবিঃ টুইটার@YTFC)

মাত্র ৩২ বছর বয়সেই জীবনযুদ্ধ শেষ করলেন ইয়ােভিল টাউন দলের অধিনায়ক লি কোলিন্স। বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে এই খবর জানানাে হয়েছে।

এবং ক্লাবের পক্ষ থেকে টুইট করা হয়েছে, আমরা আমাদের অধিনায়ককে হারালাম, খুব দুঃখের সঙ্গে জানানাে হচ্ছে লি আমাদের হড়ে গতকাল রাতে পরলােক গমন করেছেন। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি সমবেদনা রইল।

Advertisement

শুক্রবার প্রতিটা জাতীয় লিগের খেলাগুলি অনুষ্ঠিত হওয়ার আগে প্রয়াত লি কোলিন্সকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে, এমন কথাও জানানাে হয়েছে। প্রয়াত লি কোলিন্স শেষ ম্যাচ খেলেছেন ৬ ফেব্রুয়ারি, স্টকপাের্টের বিরুদ্ধে। ২০১৯ সলে ইয়ােভিল টাউন ক্লাবে যােগ দিয়েছিলেন প্রয়াত ফুটবলার লি কোলিন্স।

Advertisement

Advertisement