আরামবাগের কালীপুর কলেজে ইভিএম মেশিন পরীক্ষা করার সময় কারচুপির অভিযােগ আনেন গােঘাট ব্লকের বিজেপি নেতারা। গােঘাট-২ এর বিডিও তাদের কথায় কোনাে গুরুত্ব দেননি এরকম অভিযােগও করেন তারা। এরপর কলেজ গেটে বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় তাদের। ঘটনাস্থলে আরামবাগের এসডিও উপস্থিত হয়ে ঘটনার সামাল দেন। গােঘাটের বিধায়ক মানস ।
মজুমদারের বক্তব্য, “আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। জনসমর্থন থাকুন বা না থাকুক যেভাবেই হােক বিজেপিকে জেতাতে হবে, এই মনােভাব নিয়ে সরকারি কর্মচারীদের একাংশ ইভিএম মেশিনে কারচুপি করছেন। আমরা কিছুতেই মেনে নেব না। তৃণমূল নেতাকর্মীদের অভিযোেগ ইভিএমের তথ্য মিলছে না।
Advertisement
স্পষ্টতই বােঝা যাচ্ছে কোনাে গন্ডগােল আছে। গােঘাট-২ এর বিডিও অভিজিৎ হালদরকে বিষয়টি জানানাের পর তিনি সমস্যার কোনাে সমাধান করার চেষ্টা করেননি বরং বলেছেন টেবিলে যারা আছেন তাদের কথা মেনে নিতে হবে। আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি।
Advertisement
Advertisement



