ইংলিশ প্রিমিয়র লিগে ভাগ্যের ফের। গােটা ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডর দলের ফুটবলাররা সেভাবে ওয়েস্টহ্যাম দলের ফুটবলারদের প্রভাবিত করতে পারল না। কিন্তু সৌভাগ্যবশত ওয়েস্ট হামের দলের ফুটবলার ডয়নের ভুলে জয় তুলে নিয়ে ম্যান ইউ দ্বিতীয় স্থানে নিজেদের স্থানটা পাকাপাকি করে রাখল।
প্রথমার্ধে গােলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে তিপান্ন মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ডয়ন নিজেদের বলের জালে বল ঢুকিয়ে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে খেলায় ( ১-০ ) গােলে জয় উপহার দিলেন।
Advertisement
এরপর ওয়েস্টহ্যাম খেলায় কামব্যাক করার চেষ্টা করলেও কাজের। কাজটা কিছু করতে পারেনি। খেলার ফলাফল । কোনও পরিবর্তন ঘটেনি।
Advertisement
Advertisement



