• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সবং কেন্দ্রে প্রার্থী মানস ভুঁইয়ার প্রচার

কর্মীদের নিয়ে রবিবার সবং ব্লকের চার নম্বর দশগ্রাম অঞ্চলের দেহাটী থেকে রবিবার নির্বাচনী প্রচারের মাধ্যমে জনসংযােগ যাত্রা শুরু করেন ডাক্তার মানস ভুইয়া।

মানস ভুঁইয়া (ছবি: IANS)

সবং-এর ভূমিপুত্র ডাক্তার মানস ভুইয়া তার সঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিকাশ ভূঁইয়া সহ দলীয় নেতা কর্মীদের নিয়ে রবিবার সবং ব্লকের চার নম্বর দশগ্রাম অঞ্চলের দেহাটী থেকে রবিবার নির্বাচনী প্রচারের মাধ্যমে জনসংযােগ যাত্রা শুরু করেন।

দশগ্রাম অঞ্চলের হরেকৃষ্ণপুর, নানকার, বথুয়া বাজার কলন্দা দিয়ে চলতে চলতে বিভিন্ন মন্দিরে প্রণাম করে তিনি আশীর্বাদ নেন। দশগ্রাম অঞ্চল হয়ে পাঁচ নম্বর সাট্টা অঞ্চলের সরিষা গ্রাম থেকে শুরু করেন দ্বিতীয় পর্যায়ের জনসংযােগ যাত্রা।

Advertisement

মানুষের আশীর্বাদ শুভেচছা ভালবাসা এবং মমতা ব্যানার্জি ৬৭ দফা কর্মসূচি মানুষের মধ্যে তিনি তুলে ধরেছেন। এই বয়সেও সেই আগের মত মানুষের কাছে পৌঁছাতে মানুষের সঙ্গে দেখা করছেন, তাদের অভাব-অভিযােগের কথা শুনছেন । কখনাে মােটরসাইকেলে কখনাে পায়ে হেঁটে তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। মানুষের উৎসাহ ভালােবাসা দেখে তিনি আপ্লুত।

Advertisement

Advertisement