• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শীঘ্রই প্রকাশ হবে বিজেপির প্রার্থী তালিকা

কোন দল কবে প্রার্থী তালিকা ঘােষণা করবে, সে নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই প্রার্থী তালিকায় কোন দল কত বেশি চমক দেবে, এ নিয়েও চলছে রাজনৈতিক মহলে। 

বিজেপি (File Photo: IANS)

মাত্র একমাসের অপেক্ষা। বিধানসভা নির্বাচন শুরু হবে বাংলায়। এবার একুশের ভােটের লড়াইয়ে যােদ্ধা কারা হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। কোন দল কবে প্রার্থী তালিকা ঘােষণা করবে, সে নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই প্রার্থী তালিকায় কোন দল কত বেশি চমক দেবে, এ নিয়েও চলছে রাজনৈতিক মহলে। 

উল্লেখ্য, উনিশের লােকসভা নির্বাচনে বাংলার বুকে ‘অভূতপূর্ব সাফলাে’র পরই এ রাজ্যে পদ্মফুল ফোটাতে মরিয়া গেরুয়াবাহিনী। একুশে ‘আসল পরিবর্তন’ আসবে বলে সােচ্চার হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। সােনার বাংলা গড়ার ডাক দিয়েছেন মােদি-শাহরা। 

Advertisement

এদিকে, ভােটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যােগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের হেভিওয়েট নেতারা। ডােমজুড় থেকেই লড়াই হবে বলে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজীব। অন্যদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেখানকার প্রাক্তন বিধায়ক শুভেন্দু। 

Advertisement

ফলে, শুভেদ-রাজীবদের মতাে হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সামনে এনে একুশের ভােটযুদ্ধে বিজেপি লড়তে পারে বলেই ধারণা পর্যবেক্ষক মহলের একাংশের। আবার, ভােটের মুখে একঝাক টলি তারকা পদ্ম পতাকা হাতে তুলেছেন। তাদের একটা অংশকেও বিজেপি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলে জল্পনা রাজ্য রাজনীতিতে। 

সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির প্রার্থী তালিকা দিল্লির নেতৃত্বের কাছে পাঠানাে হয়েছে। যদিও এই প্রসঙ্গে সরাসরি মুখ খুলতে চাননি রাজ্য বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ” বিজেপির প্রার্থী তালিকা কেন্দ্রীয় সংসদীয় বাের্ড ঠিক করে। একটি কমিটি রয়েছে, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সুনির্দিষ্ট পদ্ধতিতে প্রার্থী নির্ণয় ও ঘােষণা ব্রা হবে ঠিক সময়েই ঘােষণা করা হবে প্রার্থী তালিকা।

Advertisement