• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১২৮ টি বােয়িং ৭৭৭’কে বসিয়ে দেওয়া হল 

ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগার ঘটনার পরই সবকটি বােয়িং ৭৭৭’কে বসিয়ে দেওয়া হল।

ইউনাইটেড এয়ারলাইন্স (Photo: Getty Images)

ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগার ঘটনার পরই সবকটি বােয়িং ৭৭৭’কে বসিয়ে দেওয়া হল। 

বােয়িং সংস্থার তরফে বলা হয়েছে, মার্কিন বিমান নির্মাতা সংস্থার সুপারিশে ৭৭৭ বােয়িংকে বসিয়ে দেওয়া হল। 

Advertisement

ডেনভার বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগার পর দ্রুত বিমানটিকে ফেরত আনা হয়েছিল। 

Advertisement

তারপরই, মার্কিন নিয়ন্ত্রকরা তদন্ত করে দেখেছে, ইউনাইটেড এয়ারলাইন্সের বােয়িং ৭৭৭’ প্র্যাট এন্ড হুইটনি ইঞ্জিন ব্যবহার করা হয়। যেহেতু একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে, তারপরই ওই ইঞ্জিন রয়েছে এমন বিমানগুলিকে বসিয়ে দেওয়া হয়েছে।

Advertisement