দলীয় ১০ বিধায়ক আক্রান্ত, বিচার চেয়ে স্পিকারকে চিঠি বিজেপির

তৃণমূল পরিষদীয় দলের প্রস্তাব মেনে অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি-র পাঁচ বিধায়ককে।

Written by SNS Kolkata | March 31, 2022 7:44 pm

বিধানসভায় তৃণমূল এবং বিজেপি বিধায়কদের হাতাহাতির ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। এ বার স্পিকার বন্দ্যোপাধ্যায়কে চিঠি মারামারির ওই ঘটনার বিচার চাইল বিজেপি পরিষদীয় দল।

ঘটনার সঙ্গে সঙ্গেই তৃণমূল পরিষদীয় দলের প্রস্তাব মেনে অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি-র পাঁচ বিধায়ককে।

সঙ্গে তৃণমূল পরিষদীয় দল বিজেপি পরিষদীয় দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছে। পাল্টা হিসেবে এ বার ১০ বিধায়ক আক্রান্ত হয়েছেন বলে চিঠিতে জানিয়েছেন বিজেপি।

বিজেপি পরিষদীয় মুখ্যসচেতক মনোজ টিগা-সহ শিখা চট্টোপাধ্যায়, নদিয়াচাঁদ বাউড়ি, লক্ষণচন্দ্র ঘড়ই, অজয় পোদ্দার, চন্দনা বাউড়ি, নরহরি মাহাতো, সুশীল মাহাতো, শঙ্কর ঘোষ ও সত্যেন রায়ের মতো বিজেপি বিধায়কেরা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সঙ্গে চিঠিতে বলা হয়েছে, বিরোধী দলের সদস্যরা আক্রান্ত হয়েছেন।

এই চিঠি মারফৎ আমরা আপনার কাছে আবেদন জানাচ্ছি যাঁরা আমাদের বিধায়কদের মেরেছেন।

আশাকরি তাঁদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন। যাতে আগামী দিনে বিরোধিরা আর বিধানসভার অধিবেশনে আক্রান্ত না হন।

তবে পাঁচ বিধায়কদের সাসপেন্সন তুলতে কোনও আবেদন করা হবে না। বলেই জানিয়েছেন বিজেপি পরিষদীয় দল।