• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দুশাের মালিক কিসাগো রাবাডা

টেস্ট ক্রিকেটে দুশাে উইকেট সংগ্রহ করলেন কিসাগাে রাবাডা। পাকিস্তানের মাটিতে দুশাে উইকেটের মালিক হলেন রাবাডা। চুয়াল্লিশ ম্যাচ খেলে এই নজির গড়লেন রাবাডা।

কিসাগো রাবাডা (Photo: Surjeet Yadav/IANS)

তৃতীয় দ্রুততম দক্ষিণ আফ্রিকার বােলার হিসাবে বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটে দুশাে উইকেট সংগ্রহ করলেন কিসাগাে রাবাডা। পাকিস্তানের মাটিতে দুশাে উইকেটের মালিক হলেন রাবাডা। চুয়াল্লিশ ম্যাচ খেলে এই নজির গড়লেন রাবাডা।

তিনি অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন ছয় বছর আগে মােহালিতে। পাশাপাশি বলে রাখা ভালাে অষ্টম দক্ষিণ আফ্রিকার বােলার হিসাবে কিগো রাবাডা দুশাে উইকেট সংগ্রহ করলেন।

Advertisement

এই তালিকায় রয়েছেন ডেল সেইন, শন পোলক মাখাইয়া এনতিনি, অ্যালান ডােনাল্ড, মনি মরকেল, জ্যাক কালিস এবং ভারলােন ফিলাভার। রাবাডা বলেন, খুব ভালাে লাগছে। আশা করি, নিজের খেলার ধারাবাহিকতা বজায় রাখতে পারব। এবং বড় বড় ক্রিকেটারদের তালিকায় নিজের নাম লেখাতে পেরে ভালো লাগছে।

Advertisement

এদিকে দক্ষিণ আফ্রিকা দলের প্রথম ইনিংসে ২২০ রানের জবাবে পাকিস্তান দল ৩৭৮ রান তুলে, ইনিংসে এগিয়ে থাকার পর তৃতীয়দিনের শেষে প্রোটিয়াসরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ১৮৭ তুলে, এখনও ইনিংসে এগিয়ে রয়েছে উনত্রিশ রানে।

Advertisement