• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাবাডার পঞ্চাশতম টেস্ট

পঞ্চাশতম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ভীষণ উত্তেজিত রাবাডা। বলেন,দেশের হয়ে এই কৃতিত্ব করে দেখাতে পেরে আমি খুব উৎসাহী এবং গর্বিত।

কিসাগো রাবাডা (Photo: Surjeet Yadav/IANS)

আজ থেকে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে পরাজিত হওয়ার পর জো-বার্গে প্রোটিয়াস ক্রিকেটাররা দারুণভাবে কামব্যাক করে সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল।

এখন এখানে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে তারা। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া টেস্টে দক্ষিণ আফ্রিকার পেসার কিসাগো রাবাডা পঞ্চাশতম টেস্ট ম্যাচ খেলতে নামছে।

Advertisement

আর পঞ্চাশতম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ভীষণ উত্তেজিত রাবাডা। তিনি বলেন, দেশের হয়ে এই কৃতিত্ব করে দেখাতে পেরে আমি খুব উৎসাহী এবং গর্বিত। তবে এই টেস্ট ম্যাচটা আমি স্মরণীয় করে রাখতে চাই।

Advertisement

Advertisement