• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

আজ হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে বাংলা

ওড়িশা ও ঝাড়খন্ডকে সৈয়দ মুস্তক আলি ট্রফিতে পরাজিত করার পর বৃহস্পতিবার বাংলা খেলতে নামছে হায়দরাবাদের বিরুদ্ধে বাংলার ক্রিকেটাররা মানসিক দিক দিয়ে চাঙ্গা।

প্রতিকি ছবি (File Photo: iStock)

ঘরের মাঠে খেলার সুযােগটা ভালাে করে কাজে লাগাচ্ছে বাংলার ক্রিকেটাররা। তবে এই সুযােগটা কাজে লাগানােটা ঠিক আছে, আগামিদিনে বাইরেও গিয়ে খেলতে হবে নকআউটের খেলাগুলি সেগুলাের কথা মাথায় রাখতে হবে বাংলার ক্রিকেটারদের।

আপাতত ওড়িশা ও ঝাড়খন্ডকে সৈয়দ মুস্তক আলি ট্রফিতে পরাজিত করার পর বৃহস্পতিবার বাংলা খেলতে নামছে হায়দরাবাদের বিরুদ্ধে বাংলার ক্রিকেটাররা মানসিক দিক দিয়ে চাঙ্গা।

Advertisement

এবং তারা আজকের ম্যাচেও জয় তুলে নিয়ে প্রতিযােগিতায় জয়ের হ্যাটট্রিক করে শীর্ষস্থানে থাকতে চায়। তবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচে বিবেকের শতরানটার জন্য বাংলা ভালাে রান তুলতে পেরেছিল। বাকি ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারেননি। সেখানে তাঁরা আজ কতটা কাজের কাজটা করে দেখাতেন সেটাই দেখার বিষয়।

Advertisement

Advertisement