অবশেষে ব্রিসবেন টেস্ট নিয়ে জটিলতা কাটল । মঙ্গলবারই ব্রিসবেনে উড়ে যাচ্ছে ভারতীয় দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হলি সােমবার সে কথা নিজেই জানিয়েছেন।
হকলি বলেছেন, যে ভাবে পরিকল্পনা করা হয়েছিল, গাৰ্বায় চতুর্থ টেস্ট নির্ধারিত সময়েই খেলা হবে। গতকালই আমাদের মধ্যে আলােচনা হয়েছে তারপরে কোনও সমস্যা তৈরি হয়নি। ব্রিসবেনের কড়া নিভৃতবাসের নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা।
Advertisement
কিন্তু জানা গিয়েছে, ক্রিকেটারদের হােটেলের মধ্যে মেলামেশা করার সুযােগ দেওয়া হবে। পাশাপাশি হােটেলে কোনও পুলিশি নজরদারি হবেনা। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি গােটা কমপ্লেক্সকেই ভাড়া করেছে। সেখানে ক্রিকেটারদের মেলামেশা করতে কোনও বাঁধা নেই।
Advertisement
Advertisement



