• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নিম্নমানের খাবার, বাের্ডের কাছে অভিযােগ

নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে , এমন অভিযােগই আনা হল কোয়ারেন্টাইনে থাকা দলগুলাের পক্ষ থেকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর আগে বিতর্ক।

প্রতিকি ছবি (File Photo: iStock)

নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে , এমন অভিযােগই আনা হল কোয়ারেন্টাইনে থাকা দলগুলাের পক্ষ থেকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর আগে বিতর্ক। মুম্বইয়ের এক অভিজাত হােটেলের খাবার নিয়ে অভিযােগ করল কোয়ারেন্টাইনে থাকা তিনটি দল।

মুম্বইয়ে এই প্রতিযােগিতায় অংশ নেবে দিল্লি, মুম্বই, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, কেরল ও পন্ডিচেরি। মুম্বই দলের ম্যানেজার জানান, গত দুদিন ধরে খাবারের মান নিয়ে বাের্ডের কাছে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। খাবারের মান ও পরিমাণ দুটোই খারাপ। খেলােয়াড়দের ফিটনেসের পক্ষে পর্যাপ্ত খাবার ও দেওয়া হচ্ছে না। খেলােয়াড়রা ছয়দিন কোয়ারেন্টাইন পর্ব সেরে মাঠে নামবে। সেখানে এই খাবার ওদের শরীরের পক্ষে পর্যাপ্ত নয়

Advertisement

Advertisement

Advertisement