• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শনিবার সংবর্ধনা বিজেপিতে নতুন মুখদের

আগামী ২৬ ডিসেম্বর শনিবার কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সকাল ১১ টায় দলে নবাগতদের রাজ্য বিজেপির তরফে সংবর্ধনা জানানাে হবে।

বিজেপি (ফাইল চিত্র: IANS)

আগামী ২৬ ডিসেম্বর শনিবার কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সকাল ১১ টায় দলে নবাগতদের রাজ্য বিজেপির তরফে সংবর্ধনা জানানাে হবে। গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের জনসভায় বিজেপিতে যারা যােগ দিয়েছিলেন মূলত তাদেরই সংবর্ধনা জানিয়ে সাংগঠনিকভাবে দলে‌ স্বাগত জানানাে হবে।

কোনও কোনও এলাকায় স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে সমন্বয় তৈরির ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। রাজ্য কমিটির দ্রুত সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রয়ােজনীয় পরামর্শ দেবেন বলে আশা করা হচ্ছে। ২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগােচ্ছে বিজেপি।

Advertisement

এই মুহূর্তে দলের অভ্যন্তরে স্থানীয় কোনও সমস্যা বড় হয়ে উঠুক এটা তারা কোনওমতেই চাইছেন না। কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য পরিষ্কার, বাংলার ক্ষমতা দখল করতে তাঁর সর্বস্ব পণ করে লড়বেন। স্থানীয় কোন্দল নেতাদের ইগাে যেন সেই লক্ষ্য পূরণে ছাপ না ফেলে।

Advertisement

Advertisement