• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পরিকল্পনা অনুযায়ী খেলেছি: পুজারা

মাঠে নেমে ভুলত্রুটি হয়ে যায়, সেখানে কারাের কিছু করার থাকে না। তাই রাহানেকে অযথা দোষ দিয়ে কোনও লাভ নেই'। এমন কথাই ম্যাচ শেষে জানালেন চেতেশ্বর পুজারা।

চেতেশ্বর পুজারা (ছবি: SNS Web)

‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। যেভাবে যে সেশনগুলাে খেলার প্রয়ােজন ছিল। আমরা সেভাবে খেলা চালিয়ে গেছি । আর আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। দীর্ঘদিন পর খেলতে নেমে একটা আলাদা চাপ সবার মধ্যে থাকে। সেখানে কেউ যদি রান না পায় তাকে নিয়ে দয়া করে সমালােচনা করবেন না।

কারণ পরিস্থিতিটা আমাদের মাঠে নেমে সামলাতে হচ্ছে। তবে আমরা প্রথমদিনের শেষে ভালাে জায়গায় রয়েছি। যদি শুক্রবার ঋদ্ধি ও অশ্বিন আমাদের ইনিংসকে তিনশাের গন্ডি টপকে দিতে পারে তাহলে আমরা আবারও লড়াইয়ে ফিরে আসব। এটা আমার বিশ্বাস কারণ আমাদের দলে তারকা বােলারদের উপর আমার পুরাে ভরসা রয়েছে।

Advertisement

আর হ্যাঁ, বিরাটের রানআউটটা সত্যি ভাগ্যখারাপের মতন। এরকম মাঝে মধ্যে মাঠে নেমে ভুলত্রুটি হয়ে যায়, সেখানে কারাের কিছু করার থাকে না। তাই রাহানেকে অযথা দোষ দিয়ে কোনও লাভ নেই’। এমন কথাই ম্যাচ শেষে জানালেন চেতেশ্বর পুজারা।

Advertisement

Advertisement