• facebook
  • twitter
Friday, 30 January, 2026

করােনায় আইনজীবীর মৃত্যু

রানাঘাট আদালতের স্বনামধন্য আইনজীবী করুণাকেতন সরকার (৬৯) কোভিড আক্রান্ত হয়ে আজ সােমবার কলকাতার এক সরকারি হাসপাতালে প্রয়াত হলেন।

প্রতিকি ছবি (File Photo: iStock)

রানাঘাট আদালতের স্বনামধন্য আইনজীবী করুণাকেতন সরকার (৬৯) কোভিড আক্রান্ত হয়ে আজ সােমবার কলকাতার এক সরকারি হাসপাতালে প্রয়াত হলেন। তার মৃত্যুতে রানাঘাট আদালতে শােকের ছায়া।

করুণাবাবুর স্ত্রীও কোভিড আক্রান্ত হয়ে কলকাতায় ভর্তি। কন্যা রানাঘাটের বাড়িতে হােম কোয়রান্টিনে রয়েছেন। রানাঘাট আদলতে দীর্ঘদিন ধরে করুণাবাবু ফৌজদারি মামলায় আইনজীবী হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

Advertisement

তাঁর সতীর্থ বর্ষীয়ান আইনজীবী শুভেন্দু চ্যাটার্জি বলেন, করুণাবাবু কোভিড়ে আক্রান্ত হয়ে অকালে চলে যাওয়া রানাঘাট আদালতে একটি শূন্যতার সৃষ্টি করল। মঙ্গলবার আদালত চত্বরেই তার স্মরণসভা অনুষ্ঠিত হবে এবং কোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে।’

Advertisement

Advertisement