ভারতের অন্যান্য রাজ্য দখল করেছে বিজেপি। এবার তাদের লক্ষ্য বাম শাসিত রাজ্য ত্রিপুরা। বিজেপি রাজ্য নেতৃত্ব তো বটেই, কেন্দ্রীয় নেতৃত্ব সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে। বাম শাসিত রাজ্যের ৬০টি বিধানসভা আসনে ভোট ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ। দু’দফায় রাজ্যে প্রচারে যাবেন প্রধানমন্ত্রী মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রচারে যাবেন বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ অমিত শাহ।
Advertisement
যোগী ছাড়াও ত্রিপুরায় প্রচারে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশ্মন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন ও কেন্দ্রীয় সঙ্খ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। ত্রিপুরার পাশাপাশি বিধানসভা ভোট নাগাল্যান্ড আর মেঘালয়েও। ত্রিপুরার প্রচারপর্ব শেষ করে বিজেপি সভাপতি অমিত শাহ যাবেন ওই দুটি রাজ্যেও।
Advertisement
Advertisement



