• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

ঋতুরাজ গাইকোয়াডের প্রশংসায় ধােনি

কিছু ম্যাচে মাঠের বাইরে থাকার পর পুনরায় দলে জায়গা।তারপর অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছেন চেন্নাই তরণ ব্যাটসম্যান ঋতুরাজ গাইকোয়াড়।

,ঋতুরাজ গাইকোয়াড় (ছবি: টুইটার | @Ruutu1331) মহেন্দ্র সিং ধোনি (Photo: IANS)

প্রথমে তো করােনা পজিটিভ তারপর, করােনা যুদ্ধে জয়ী হওয়ার পর কিছু ম্যাচে মাঠের বাইরে থাকার পর পুনরায় দলে জায়গা।তারপর অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছেন চেন্নাই তরণ ব্যাটসম্যান ঋতুরাজ গাইকোয়াড়।

নিজের ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রেখে কাজের কাজটা করে গিয়েছেন  ধােনি বলেন, অসাধারণ তরুণ প্রতিভা। গাইকোয়াড় একজন অসাধারণ ব্যাটসম্যান। এর মধ্যে রানের খিদে রয়েছে। যেটা ওকে আগামিদিনে বড় ক্রিকেটার করে  তুলতে সাহায্য করবে।

Advertisement

গাইকোয়াড় আমাদের দেশের তরুণ প্রতিভা ওঁর দিকে আমাদের এখন থেকে নজর রাখা উচিত। যাতে এই প্রতিভা না নষ্ট হয়ে যায়।

Advertisement

Advertisement