• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মধুচক্র, ৪ পুরুষ সহ ১ নাবালিকা ও ২ মহিলা ধৃত

এভাবে নাবালিকা নিয়ে মধুচক্র বসতি অঞ্চলে, এর পিছনে নারী পাচার চক্রের যােগ আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিকি ছবি (File Photo: iStock)

গােপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর নবগ্রাম অঞ্চলের একটি বাড়িতে মধুচক্র চলাকালীন সময়ে বুধবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার ক্রাইম বিভাগ ও নরেন্দ্রপুর থানার যৌথ অভিযানে চার পুরুষ সহ এক নাবালিকা ও দুই মহিলাকে ধরা হল আপত্তিকর অবস্থায়।

ধৃত চার পুরুষ তেতাল্লিশ বছরের উদয় মণ্ডল, ছেচল্লিশ বছরের শক্তিপদ দিন্দিা, তিরিশ বছরের রাজু দাস এবং আঠাশ বছরের দেবাশিস দাসকে বৃহস্পতিবার আদালতে তােলা হলে পুলিশি হেফাজতের আদেশ হয়। 

Advertisement

ধৃত চার জনের বাড়ি কুলতলির পূর্ব গাবতলা, জামতলা ও নরেন্দ্রপুরের পাঁচপোতা এবং নবগ্রামে। আঠাশ বছরের ধৃত দুই মহিলার একজনের বাড়ি সােনারপুর সুভাষপল্লি ও একজন মধ্যমগ্রামের বাসিন্দা। এদের দু’জনের আদালতে গােপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

Advertisement

মন্দিরবাজারের বাসিন্দা সতেরাে বছরের নাবালিকাকে আপাতত হােমে রাখা হয়েছে। এভাবে নাবালিকা নিয়ে মধুচক্র বসতি অঞ্চলে, এর পিছনে নারী পাচার চক্রের যােগ আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement