• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

দেশের ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করলো ইউজিসি, পশ্চিমবঙ্গে রয়েছে ২টি

ইউজিসি বুধবার দেশের ২৪ টি স্বঘােষিত, স্বীকৃতিহীন প্রতিষ্ঠানের তালিকা ঘােষণা করল। এগুলি ভুয়াে আখ্যা দেওয়া হয়েছে । বেশিরভাগই রয়েছে উত্তরপ্রদেশ ও দিল্লিতে।

ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বুধবার দেশের ২৪ টি স্বঘােষিত, স্বীকৃতিহীন প্রতিষ্ঠানের তালিকা ঘােষণা করল। এগুলি ভুয়াে আখ্যা দেওয়া হয়েছে । এর মধ্যে বেশিরভাগই রয়েছে উত্তরপ্রদেশ ও দিল্লিতে।

এ বিষয়ে ইউজিসির সচিব রজনীশ জৈন বলেন, পড়ুয়া সহ সাধারণ মানুষকে জানানাে যাচ্ছে যে, দেশে এখন ২৪ টি স্বঘােষিত ও স্বীকৃতিহীন প্রতিষ্ঠান রয়েছে, যেগুলি ইউজিসি- র নিয়মের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে যেগুলি ভুয়াে বিশ্ববিদ্যালয় আখ্যা দেওয়া হয়েছে এবং এগুলির কোনও ডিগ্রি প্রদানের অধিকার নেই।

Advertisement

এগুলির মধ্যে রয়েছে বারাণসীর সংস্কৃত বিশ্ববিদ্যালয়, মহিলা গ্রাম বিদ্যাপীঠ ( ইলাহাবাদ ), গাঁধী হিন্দি বিদ্যাপীঠ ( ইলাহাবাদ ), ন্যাশনাল ইলেকট্রো কমপ্লেক্স হােমিওপ্যাথি ( কানপুর ), নেতাজি সুভাষচন্দ্র বােস ওপেন ইউনিভার্সিটি ( আলিগড় ), উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয় ( মথুরা ), মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় ( প্রতাপগড় ) ও ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ ( নয়ডা )।

Advertisement

দিল্লিতে এ ধরনের সাতটি ভুয়াে বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলির মধ্যে রয়েছে, কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট ও আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।

আর ওড়িশা ও পশ্চিমবঙ্গে এ ধরনের দুটি প্রতিষ্ঠান হল ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন ( কলকাতা ), ইন্সস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ ( কলকাতা ), নবভারত শিক্ষা পরিষদ ( রউরকেল্লা ) ও নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনােলজি।

কর্ণটিক, কেরল, মহারাষ্ট্র, পুদুচেরি ও মহারাষ্ট্রে একটি করে ভুয়াে বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলি হল — শ্ৰী বােধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন ( পুদুচেরি ), ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট উীমড ইউনিভার্সিটি ( অন্ধ্রপ্রদেশ ), রাজা অরবিক বিশ্ববিদ্যালয় ( নাগপুর ), সেন্ট জন ইউনিভার্সিটি ( কেরল ) এবং বাদগনবী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি কর্ণাটক।

ইউজিসি- র সচিব রজনীশ জৈন বলেন, ১৯৫৬ সালের ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী একমাত্র সেই বিশ্ববিদ্যালয়ই ডিগ্রি দিতে পারে যারা কেন্দ্র, রাজ্য ও প্রাদেশিক আইন অনুযায়ী গঠিত অথবা এমন সংস্থান যা সংসদে পাশ করে আইনে পরিণত করা হয়েছে। বাকি সব ভুয়াে।

Advertisement