• facebook
  • twitter
Friday, 30 January, 2026

গাজা শান্তি পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতা নিয়ে ফিলিস্তিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের

‘ভারত-আরব বিদেশমন্ত্রী বৈঠকই এই অংশীদারিত্বের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক মঞ্চ, যার সূচনা হয়েছিল ২০০২ সালের মার্চে, যখন ভারত ও আরব রাষ্ট্রসঙ্ঘের (লিগ অব আরব স্টেটস) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।’

গাজা শান্তি পরিকল্পনা, আঞ্চলিক পরিস্থিতি এবং ভারত-ফিলিস্তিন উন্নয়ন সহযোগিতা— এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার দিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ফিলিস্তিনের বিদেশমন্ত্রী ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।

বৈঠকের পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সমাজমাধ্যমে জানান, ‘ফিলিস্তিনের বিদেশমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ানের সঙ্গে দেখা করে ভালো লাগল। গাজা শান্তি পরিকল্পনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। পাশাপাশি উন্নয়ন সহযোগিতা পর্যালোচনা করেছি এবং ভবিষ্যতে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি।’ তাঁর বক্তব্যেই স্পষ্ট, কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বাস্তবভিত্তিক সহযোগিতার দিকেই এগোতে চাইছে দু’দেশ।

Advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছান ভার্সেন আগাবেকিয়ান। তিনি দ্বিতীয় ‘ভারত-আরব বিদেশমন্ত্রী বৈঠক’-এ যোগ দিতে ভারতে আসেন। ভারতে পৌঁছেই তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘দ্বিতীয় ভারত–আরব বিদেশমন্ত্রী বৈঠকে অংশ নিতে ভারতে এসে পৌঁছেছি। এই সফর ফিলিস্তিন ও ভারতের দৃঢ় অংশীদারিত্বকে আরও দৃঢ় করল এবং আরব বিশ্বের সঙ্গে সহযোগিতার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করল।’

Advertisement

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির যৌথ উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় ‘ভারত-আরব বিদেশমন্ত্রী বৈঠক’। এই বৈঠকে আরব লিগভুক্ত বিভিন্ন দেশের বিদেশমন্ত্রী এবং আরব লিগের মহাসচিব অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। বৈঠকের আগে অনুষ্ঠিত হবে ‘চতুর্থ ভারত-আরব সিনিয়র অফিসার বৈঠক’, যেখানে প্রশাসনিক স্তরে সহযোগিতার রূপরেখা তৈরি হবে।

প্রায় এক দশক পরে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৬ সালে বাহরাইনে প্রথম ‘ভারত-আরব বিদেশমন্ত্রী বৈঠক’ হয়েছিল। সেই বৈঠকেই অর্থনীতি, শক্তি, শিক্ষা, গণমাধ্যম ও সংস্কৃতি— এই পাঁচটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে সহযোগিতার কাঠামো তৈরি করা হয়েছিল।

বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ‘ভারত-আরব বিদেশমন্ত্রী বৈঠকই এই অংশীদারিত্বের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক মঞ্চ, যার সূচনা হয়েছিল ২০০২ সালের মার্চে, যখন ভারত ও আরব রাষ্ট্রসঙ্ঘের (লিগ অব আরব স্টেটস) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।’ পরবর্তীতে ২০০৮ সালে আরব-ভারত সহযোগিতা ফোরাম গঠনের জন্য আরও একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়, যা ২০১৩ সালে কাঠামোগতভাবে সংশোধিত হয়। ভারত বর্তমানে আরব রাষ্ট্রসঙ্ঘের পর্যবেক্ষক দেশ হিসেবে যুক্ত রয়েছে।

কূটনৈতিক মহলের মতে, এই বৈঠক শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, গোটা পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ায় ভারতের কূটনৈতিক ভূমিকা আরও শক্তিশালী করবে। বিশেষ করে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ভারতের অবস্থান এবং ফিলিস্তিনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নতুন মাত্রা পেতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement