• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইজরায়েলি প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০১৮ সালে নেতানিয়াহুর ছ’দিনের ভারত সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি এনেছিল। তার আগে মোদী ইজরায়েল সফরে গিয়ে কূটনৈতিক সমীকরণ আরও দৃঢ় করেছিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আপাতত ভারত সফরে আসছেন না। আগামী ডিসেম্বরে তাঁর দিল্লি সফর নির্ধারিত থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা পিছিয়ে দিয়েছে তেল আভিভ। ইজরায়েলি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। যদিও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দিল্লির দপ্তর এব্যাপারে কোনও মন্তব্য করেনি।

প্রসঙ্গত গত কয়েক বছরে নানা স্তরের কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার মাধ্যমে ভারত–ইজরায়েল সম্পর্ক শক্তিশালী হয়েছে। ২০১৮ সালে নেতানিয়াহুর ছ’দিনের ভারত সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি এনেছিল। তার আগে মোদী ইজরায়েল সফরে গিয়ে কূটনৈতিক সমীকরণ আরও দৃঢ় করেছিলেন। সাম্প্রতিক সময়েও দুই দেশের মন্ত্রীদের একাধিক বৈঠক হয়েছে। গত মাসে দিল্লিতে এসে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ইজরায়েলি বিদেশমন্ত্রী গিদন সার। গত সপ্তাহেই তিন দিনের সফরে ইজরায়েল যান ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ ।

Advertisement

এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর ডিসেম্বরে ভারত সফর দুই দেশের কূটনৈতিক, প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ককে আরও প্রসারিত করবে বলে আশা ছিল। কিন্তু তেল আভিভ সূত্রে ইজরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, নিরাপত্তা মূল্যায়ন পুনর্বিবেচনার কারণেই সফর স্থগিত করা হয়েছে। আগামী বছরে সফরের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

তেল আভিভের সূত্র অনুসারে, দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাই সফরসূচি পিছিয়ে দেওয়ার প্রধান কারণ। প্রসঙ্গত, ১০ নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়। দিল্লি এই ঘটনাকে জঙ্গি হামলা বলে চিহ্নিত করেছে। বিস্ফোরণের পরই বিবৃতি দিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে ইজরায়েল ভারতের পাশে রয়েছে।’

তবে সফর স্থগিত হওয়ার সরকারি ঘোষণা এখনও না এলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, দিল্লির নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তেল আভিভ কোনও ঝুঁকি নিতে চাইছে না।

Advertisement