• facebook
  • twitter
Sunday, 25 January, 2026

বন্দে ভারতে ফের হামলা

ট্রেনে চলন্ত অবস্থায় আচমকাই একের পর এক ঢিল উড়ে এসে জানলার কাচে আছড়ে পড়ে

বন্দে ভারত এক্সপ্রেসে ফের হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত্রে পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস কটক স্টেশন ছাড়ার পরই এই ঘটনা ঘটে বলে যাত্রীদের একাংশের দাবি। তাঁদের অভিযোগ, ট্রেনে চলন্ত অবস্থায় আচমকাই একের পর এক ঢিল উড়ে এসে জানলার কাচে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই কয়েকটি কোচের কাচ ভেঙে যায়।

যাত্রীদের বক্তব্য, বাইরে থেকে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। আচমকা এই ঘটনায় ট্রেনের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা ভীত হয়ে পড়েন। ঘটনার জেরে নিরাপত্তার কারণে প্রায় ১০ মিনিট ট্রেন থামিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট রেল আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। ক্ষতিগ্রস্ত জানলার কাচ পরীক্ষা করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রেলের দাবি।

Advertisement

উল্লেখ্য, এর আগেও একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার অভিযোগ উঠেছে। আধুনিক ও দ্রুতগতির এই ট্রেনকে ঘিরে বারবার এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা দোষীদের দ্রুত শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

Advertisement