• facebook
  • twitter
Sunday, 25 January, 2026

নিখোঁজের দু’বছর পর বাংলাদেশের ভিডিওতে বেলডাঙার ইনতাজুল

ওই ভিডিওতে ইনতাজুল নিজেকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী সদন এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন

মুর্শিদাবাদের বেলডাঙা থানার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা ইনতাজুল শেখ দু’বছর ধরে নিখোঁজ। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর নিখোঁজের ঘটনা। ওই ভিডিওতে ইনতাজুল নিজেকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী সদন এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর বাবা নেয়ামত শেখ এবং মা কুলসুম বিবি।

পরিবারের তরফে জানানো হয়েছে, দু’বছর আগে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি ইনতাজুল। বহু খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও সন্ধান না মেলায় বিষয়টি বেলডাঙা থানায় জানানো হয়। তাঁর মা কুলসুম বিবি বলেন, ‘আমার ছেলে দু’বছর ধরে নিখোঁজ। পুলিশকে সব জানিয়েছি। এখন চাই, পুলিশ তাকে উদ্ধারের ব্যবস্থা করুক।’

Advertisement

ভাইরাল ভিডিওতে ইনতাজুল আরও দাবি করেছেন, তিনি বাংলাদেশের ঠিক কোন জায়গায় আছেন, তা তাঁর নিজেরও স্পষ্ট জানা নেই। তবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছেন বলেই জানান তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পরিবারে যেমন আশার আলো দেখা দিয়েছে, তেমনই উদ্বেগও বেড়েছে। স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, ইনতাজুল শেখ দীর্ঘদিন ধরেই নিখোঁজ ছিলেন। ভাইরাল ভিডিওটি তাঁরা দেখেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

 

Advertisement