• facebook
  • twitter
Wednesday, 21 January, 2026

আবার ভারতীয় দলে ঈশান

সূর্যকুমার বলেন, ‘ঈশান তিনে ব্যাট করবে। কারণ ও বিশ্বকাপ দলের সদস্য। ওকে সকলের আগে দলে নেওয়া হয়েছে। তাই সুযোগ দেওয়া আমাদের দায়িত্ব।’

২৬ মাস বাদে আবার ভারতীয় জার্সিতে খেলতে নামছেন ঈশান কিশান। তিনি শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন ২০২৩-এর নভেম্বরে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সূর্যকুমার যাদব জানালেন, বুধবার খেলবেন ঈশান। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির সময় দেওয়া হচ্ছে। পাশাপাশি, নিজের ফর্ম নিয়েও চিন্তিত নন ভারতের অধিনায়ক।

সূর্যকুমার বলেন, ‘ঈশান তিনে ব্যাট করবে। কারণ ও বিশ্বকাপ দলের সদস্য। ওকে সকলের আগে দলে নেওয়া হয়েছে। তাই সুযোগ দেওয়া আমাদের দায়িত্ব।’ সূর্যকুমার আরও বলেন, ওকে বিশ্বকাপের জন্য নেওয়া হয়েছে, তাই শ্রেয়সের আগে ওর সুযোগ প্রাপ্য। যদি চার বা পাঁচে ব্যাটিংয়ের সম্ভাবনা দেখা দিত, তখন বিষয়টা আলাদা হত। দুর্ভাগ্যবশত আমরা তিলককে পাচ্ছি না। তাই ঈশানই আমাদের সেরা বাজি।

Advertisement

অতীতে সূর্য তিনে ব্যাট করে সাফল্য পেয়েছেন। তা হলে এ বার তিনে ব্যাট করছেন না কেন? সূর্যের জবাব, ‘আমি ভারতের হয়ে দুটো জায়গাতেই ব্যাট করেছি। চারে ব্যাট করে পরিসংখ্যান একটু ভাল। তিনেও খারাপ নয়। তবে আমরা বিষয়টা নিয়ে নমনীয়। যদি পরিস্থিতি এমন থাকে যে, কোনও ডান হাতিকে পাঠাতে হবে তা হলে আমিও ক্রিজ়ে যেতে পারি। তিলক এমনিতে তিন নম্বরে ভালই ব্যাট করছিল।’

Advertisement

সূর্যকুমারের ইঙ্গিত, ব্যক্তিগত কোনও খেলা খেললে নিজের ফর্ম নিয়ে চিন্তা করতেন। দলগত খেলা বলেই বেশি ভাবতে রাজি নন। আমার প্রথম দায়িত্ব এটা দেখা যাতে দল ভাল খেলে। দল জিতলে আমি খুশি হই। দলের সাফল্যে অবদান রাখতে পারলে ভাল লাগে। না রাখলেও অসুবিধা নেই। এমনটা হতেই পারে। তবে বাকি ১৪ জন ক্রিকেটারের কথাও আমায় মাথায় রাখতে হয়।

Advertisement