খড়্গপুরের পিঠে পুলি উৎসব এবার তৃতীয় বর্ষে পা দিল । প্রয়াত বনমালী ঘোষের স্মরণে খড়গপুর পিঠে পুলি উৎসব কমিটির উদ্যোগে, মালঞ্চ আদি পূজা কমিটির ব্যবস্থাপনায় এবং পুরপ্রধান কল্যাণী ঘোষের পৃষ্ঠপোষকতায় ১৮ জানুয়ারি সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুরের এসডিপিও ধীরাজ ঠাকুর, খড়গপুর টাউন থানার আইসি পার্থ সারথি পাল, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, তপন প্রধান সহ অন্যান্যরা।
কমিটির তরফে গৌরব মুখোপাধ্যায় বলেন, এবারে ৩৫ টি স্টল হয়েছে । বাংলার সাবেকি পিঠেপুলি ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের নানান ধরনের খাবারও এই উৎসবে পাওয়া যাচ্ছে। খড়্গপুর মিনি ইন্ডিয়া । বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে বসবাস করেন। তারা সবাই উৎসাহের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছেন। প্রথম দিনেই উৎসব প্রাঙ্গন মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে এবং উন্মাদনায় মেতে উঠেছে । উৎসব আয়োজনে বাপ্পা সরকার, মিঠু মন্ডল, চন্দ্রানী ত্রিপাঠী, টাবি সেনের নাম উল্লেখযোগ্য। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
Advertisement
Advertisement
Advertisement



