• facebook
  • twitter
Sunday, 18 January, 2026

এবারের কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে না আমেরিকা, বরাদ্দ না মেলায় এই সিদ্ধান্ত

তবে এই প্রথমবার কলকাতা বইমেলায় থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন

ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যচুক্তি এবং শুল্ক নিয়ে টানাপোড়েনের প্রভাব এসে পড়ল এবার সংস্কৃতি জগতেও। এই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে না আমেরিকা। খুব স্বাভাবিক ভাবেই বইপ্রেমীদের মধ্যে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। তবে এই প্রথমবার কলকাতা বইমেলায় থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন।

আমেরিকা কেন এবার বইমেলায় নেই—এই প্রশ্নের উত্তরে মার্কিন কনসুলেট জানিয়েছেন, বইমেলায় স্টল দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকার কোনও আর্থিক বরাদ্দ করেনি। এই বিষয়টি জানিয়ে কয়েক সপ্তাহ আগেই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে চিঠি পাঠানো হয়েছিল। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, ‘মার্কিন কনসুলেটের কর্তারা চিঠিতে জানিয়েছেন, বরাদ্দ না পাওয়ায় এবার আমেরিকা বইমেলায় অংশগ্রহণ করতে পারবে না।‘

Advertisement

উল্লেখ্য, আমেরিকা দীর্ঘদিন ধরেই কলকাতা বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করে এসেছে। ২০১১ সালে বইমেলার থিম দেশও ছিল যুক্তরাষ্ট্র। এমনকি ২০১৭ সালেও তারা থিম দেশ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল এবং সে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু বর্তমান আন্তর্জাতিক ও বাণিজ্যিক পরিস্থিতিতে সেই সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

Advertisement

আমেরিকার পাশাপাশি এবছরও বইমেলায় দেখা যাচ্ছে না বাংলাদেশকে। গিল্ড সূত্রে জানানো হয়েছে, স্টল বরাদ্দের জন্য প্রয়োজনীয় আবেদনপত্র বাংলাদেশ কর্তৃপক্ষ জমা দেয়নি। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে  বলেন, ‘গিল্ড কোনও সরকারি সংস্থা নয়। আমরা বাংলাদেশের কর্তাদের স্টল দেওয়ার জন্য আবেদনপত্র পাঠাতে বলেছিলাম। তাঁরা তা পাঠাননি।‘

তবে এইবার বইমেলায় প্রথমবার অংশগ্রহণ করতে চলেছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। গিল্ডের এক আধিকারিকদের মতে, ইউক্রেনের শিল্প ও সাহিত্যকে সরাসরি জানার সুযোগ পাবেন পাঠকরা, যা নিঃসন্দেহে বইমেলার আন্তর্জাতিক চরিত্রকে আরও সমৃদ্ধ করবে।

প্রসঙ্গত, গত বছর ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি স্বরূপ এই সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট। এর পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন অনেকটাই কমেছে। বাণিজ্য নিয়ে ঐক্যমতে পৌঁছতে দুই দেশের মধ্যে এখনও আলোচনা চলছে। তবে বাণিজ্যচুক্তি এখনও বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে কলকাতা বইমেলা থেকে সড়ে দাঁড়ালো ট্রাম্পের আমেরিকা।

 

Advertisement