• facebook
  • twitter
Sunday, 18 January, 2026

কোহলিকে ছাপিয়ে গেল বৈভব সূর্যবংশী

বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলছিল বৈভব। অধিনায়ক আয়ুষ মাত্রে, বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্র রান না পেলেও বৈভব সাবলীল ব্যাট করছিল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবারে তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ছাপিয়ে গেল। ১৯ বছর বয়সী বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচেই ভারত হারিয়ে দেয় আমেরিকাকে। আর তারপরেই দ্বিতীয় ম্যাচে শনিবার বাংলাদেশের বিপক্ষে ২৩৮ রান করে ভারত। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলার ছেলে অভিজ্ঞান কুণ্ডুর ৮০ রানের উপর ভর করে ভারতীয় দল ভালো জায়গায় পৌঁছে যায়। তবে ওপেনার বৈভব ৭২ রান করে আউট হয়ে গেলেও, সে নতুন নজির গড়ল। বৈভব বাংলাদেশের ম্যাচের পরে ১০৪৭ রান করে বিরাটকে পিছনে ফেলে দিয়েছে। বিরাটের রান সংখ্যা ছিল ৯৭৮। বৈভব ২০টি ম্যাচ খেলে এই জায়গায় পৌঁছে যায়। তার মধ্যে রয়েছে তিনটি শতরান ও পাঁচটি অর্ধ শতরান।

তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় শীর্ষে রয়েছেন বিজয় জোল। যুব এক দিনের কেরিয়ারে তিনি করেছেন ১৪০৪ রান। দ্বিতীয় স্থানে থাকা যশস্বী জয়সওয়ালের রান ১৩৮৬। তন্ময় শ্রীবাস্তব করেছেন ১৩১৬ রান। শুভমন গিল ও উন্মুক্ত চন্দ দু’জনেরই রান ১১৪৯। সরফরাজ় খান করেছেন ১০৮০ রান। অর্থাৎ, আপাতত বৈভবের সামনে রয়েছেন সরফরাজ়। চলতি বিশ্বকাপেই আরও উপরে ওঠার সুযোগ রয়েছে বিহারের ১৪ বছরের ব্যাটসম্যান।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলছিল বৈভব। অধিনায়ক আয়ুষ মাত্রে, বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্র রান না পেলেও বৈভব সাবলীল ব্যাট করছিল। বড় শটের পাশাপাশি দৌড়ে রানের দিকেও নজর দিয়েছিল। কিন্তু ৬৭ বলে ৭২ রান করে ইকবাল হোসেন ইমনের বল মিড উইকেটের উপর দিয়ে ওড়াতে গিয়ে আউট হয় বৈভব। ইনিংসে ছ’টি চার ও তিনটি ছক্কা মারে সে।
ভারতের ২৩৮ রানের জবাবে বাংলাদেশ খেলতে নেমে ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান তোলে। তারপরেই ঝাঁপিয়ে বৃষ্টি আসে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে যদি শেষ পর্যন্ত খেলাটি অমীমাংসিত থেকে যায়, তাহলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে।

Advertisement

Advertisement