• facebook
  • twitter
Saturday, 17 January, 2026

উত্তর কলকাতায় শুরু আন্তঃকলেজ জেলা স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ

এই প্রতিযোগিতার উদ্যোগে রয়েছে শিক্ষা অধিদপ্তর ও পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর, এবং আয়োজক হিসেবে দায়িত্বে রয়েছে স্কটিশ চার্চ কলেজ।

নিজস্ব চিত্র

উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজ গ্রাউন্ডে কলেজ পড়ুয়াদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হল তিন দিনের উত্তর কলকাতা আন্তঃকলেজ জেলা স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫–২০২৬

এই প্রতিযোগিতার উদ্যোগে রয়েছে শিক্ষা অধিদপ্তরপশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর, এবং আয়োজক হিসেবে দায়িত্বে রয়েছে স্কটিশ চার্চ কলেজ

Advertisement

বিশিষ্ট ফুটবলার বিদেশ বোস এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যৌথ জনশিক্ষা পরিচালক ড. আশিস ঘোষ, আয়োজক কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মন্ডল, উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ, কনভেনার ড. উপেন্দ্রনাথ নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisement

এই প্রতিযোগিতায় উত্তর কলকাতা জেলার ২৫টি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন। শুক্রবার অনুষ্ঠিত উদ্বোধনী দিনে দৌড়, লং জাম্প, হাই জাম্প, শট পাট সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পরবর্তী দুই দিন অর্থাৎ ১৭ ও ১৮ জানুয়ারি একই মাঠে ফুটবল ও খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, উত্তর কলকাতা জেলায় কলেজ স্তরে ক্রীড়া সংস্কৃতিকে আরও সুদৃঢ় করতে এই আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Advertisement