২২ গজের উইকেটে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বিগব্যাশ লিগ ক্রিকেটে ৩৭তম ম্যাচে সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নার দাপটের সঙ্গে খেলে সবাইকে অবাক করে দিয়েছেন। সিডনি সিক্স সাক্সের্সের বিরুদ্ধে দারুণ শতরান করে ভারতের ক্রিকেট কিং বিরাট কোহলির শতরানের রেকর্ডকে ভেঙে দিয়েছেন। এই মরশুমে ওয়ার্নারের দ্বিতীয় শতরান। তিনি ব্যাট হাতে আবার বুঝিয়ে দিয়েছেন, তাঁর দাপট এখনও কমেনি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামেন ডেভিড ওয়ার্নার। আর এই ম্যাচে বিশাল অঙ্কের রান করলেন তিনি। দলের ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। এই ম্যাচে তিনি ৬৫ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। তিনি ১১টি চার ও চারটি ছক্কা মেরেছেন। তাঁর খেলার দাপটে ২০ ওভারে ডেভিডের দল ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। ডেভিড ওয়ার্নারের শতরানের দৌলতে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তাঁর নতুন নজির হল। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক শতরান করার কৃতিত্ব তাঁর নামের পাশে লেখা রইল।
Advertisement
টি-টোয়েন্টি ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের দশম শতরান। তিনি এই শতরান করে শুধু বিরাট কোহলিকে পেছনে ফেলেননি, রাইলি লোসোকেও ছাপিয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার নামি ব্যাটসম্যান ক্রিস গেইল এবং পাকিস্তানের বাবর আজমেরক পরেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক শতরান করার নজির গড়লেন ওয়ার্নার। তিনি হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে ১৩০ রান করে নটআউট থেকে অবিশ্বাস্য ইনিংস খেললেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার চলতি মরশুমে ৪৩০ রান করার কৃতিত্ব গড়লেন।
Advertisement
Advertisement



