একেই বলে টেনিস কোর্টে রজার ফেডেরা। ৪৪ বছর বয়সেও তাঁর খেলায় কোনও রকম ধার কমেনি। ২০২২ সালে অবসর নেওয়ার পরে এই প্রথমবার মেলবোর্ন পার্কে ফিরে এসেই টেনিস বিশ্বকে আবার চমক দিলেন। সুইৎজারল্যান্ডের এই কিংবদন্তী টেনিস খেলোয়াড় বুক বাজিয়ে বলতে পারেন এখনও দাপট কাকে বলে তার জন্য কোনও রকম সন্দেহ প্রকাশ করেন না। একটি প্রদর্শনী ম্যাচে রড লেভার এরিনায় বর্তমানে বিশ্বের ২২তম বাছাই খেলোয়াড় ক্যাসপাররাডকে টাইব্রেকারে হারিয়ে দিয়ে রজার ফেডেরা প্রমাণ করলেন তাঁর শৈল্পিক শট ও রাজকীয় ফুটওয়ার্ক এখনও কথা বলে যায়। তারপরে দেখতে পাওয়া গেল সেই চির চেনা এক হাতে ব্যাক হ্যান্ড শট। ফেডেরার এই ভূমিকা দেখে দর্শকরা উল্লসিত।
এমনকি তিনি যখনই শট নিচ্ছেন, তখনই দর্শকরা চিৎকার করে বলতে থাকেন, টেনিসের রাজা রজার ফেডেরা। রবিবার অস্ট্রেলিয়া ওপেনে মূলপর্ব শুরু হওয়ার আগে শনিবার মেলবোর্নে বসতে চলেছে তারকা টেনিস খেলোয়াড়দের মেলা। সেখানে ফেডেরার সঙ্গে দেখতে পাওয়া যাবে আন্দ্রে আগাসি ও লিটন হিউইটের মতো তারকা খেলোয়াড়দের।
Advertisement
প্রদর্শনী ম্যাচ হলেও বলতে দ্বিধা নেই এই বয়সেও রজার ফেডেরা অনবদ্য ভূমিকা নিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে কোণঠাসা করে দিতে পারে, তা না দেখলে কেউই বিশ্বাস করতে পারছেন না। প্রিয় টেনিস খেলোয়াড়কে দেখে তাঁর অনুরাগীরা বলতে শুরু করেছেন, তিনি আবার মূল কোটে ফিরে আসুন এবং টেনিস অঙ্গনকে উজ্জ্বল করুন। এটা সবাই জানেন ফেডেরা যখন ফুল ফর্মে ছিলেন, তাঁর খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসতেন।
Advertisement
Advertisement



