• facebook
  • twitter
Friday, 16 January, 2026

মালদার সভা থেকে পরিবর্তনের বার্তা দেবেন প্রধানমন্ত্রী: খগেন মুর্মু

‘২০২৬ সালে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে—এই মনোভাব শুধু মালদা নয়, গোটা বাংলাতেই স্পষ্ট। আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি।’

বিজেপি সাংসদ খগেন মুর্মু।

শুভম বসু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফরকে ঘিরে জেলাজুড়ে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই সফর শুধু একটি জনসভায় সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলার রাজনীতিতে পরিবর্তনের বার্তা দেবে বলে দাবি করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।

Advertisement

মালদা সফর নিয়ে ‘দৈনিক স্টেটসম্যান’কে দেওয়া একান্ত আলোচনায় খগেন মুর্মু জানান, ‘প্রধানমন্ত্রী যে মাঠে সভা করবেন সেখানে বিশাল পরিসরে প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনটি আলাদা কাঠামো তৈরি করা হয়েছে, প্রতিটিতে পঞ্চাশ হাজারের বেশি মানুষের বসার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ মানুষের বসার জায়গা থাকছে। এর বাইরে দাঁড়িয়ে সভা শোনার জন্যও পর্যাপ্ত পরিকাঠামো রাখা হয়েছে, যাতে কারও অসুবিধা না হয়।’

Advertisement

প্রধানমন্ত্রীর কর্মসূচি প্রসঙ্গে সাংসদের দাবি, ‘এই সফরের মাধ্যমে মালদা রেল মানচিত্রেও গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের প্রথম আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকেই সরাসরি জনসভায় যোগ দেবেন তিনি।’ খগেন মুর্মুর মতে, এই উদ্যোগ উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে নতুন গতি দেবে।

রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে খগেন বলেন, ‘এই সভা বাংলার মানুষের মুক্তির পথ দেখাবে। প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের দুঃখ-কষ্ট, দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি এবং বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দেবেন।’ তাঁর দাবি, রাজ্যের মানুষ আর বর্তমান পরিস্থিতি মেনে নিতে চাইছেন না। মানুষ শান্তি ও স্থিতি চান।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী খগেন মুর্মু বলেন, রাজ্যের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর কথায়, ‘২০২৬ সালে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে—এই মনোভাব শুধু মালদা নয়, গোটা বাংলাতেই স্পষ্ট। আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি।’

জেলা জুড়ে বিজেপির সংগঠনিক তৎপরতা নিয়েও আশাবাদী সাংসদ। বিধায়ক গোপালচন্দ্র সাউ-সহ দলের নেতা-কর্মীরা গ্রাম থেকে শহর সর্বত্র প্রচার চালাচ্ছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে সভাস্থল হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশাসনের বাড়তি সতর্কতা রয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী, জেলা পুলিশ ও প্রশাসনের একাধিক বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আকাশপথে নজরদারি থেকে শুরু করে রেল স্টেশন ও সভাস্থল—সব জায়গাই কড়া নিরাপত্তার চাদরে মোড়া।

সব মিলিয়ে খগেন মুর্মুর দাবি, ‘মোদীর মালদা সফর একটি জনসভা নয়, বরং ২০২৬ সালের রাজনীতির দিশা নির্ধারণের মঞ্চ। সেই কারণেই মালদা এখন রাজনৈতিক ও প্রশাসনিক, দুই দিক থেকেই প্রস্তুত।’


মালদা জেলার রাজনৈতিক চিত্র
সংসদ
মালদা উত্তর: খগেন মুর্মু (ভারতীয় জনতা পার্টি)
মালদা দক্ষিণ: ইশা খান চৌধুরী (কংগ্রেস)

বিধানসভা আসন
মোট আসন: ১২
তৃণমূল কংগ্রেস: ৮
ভারতীয় জনতা পার্টি: ৪

মালদা দক্ষিণ
কংগ্রেস ও বাম জোট: ৪১.৩৯
ভারতীয় জনতা পার্টি: ৩২.২৪
তৃণমূল কংগ্রেস: ২১.৩৯

মালদা উত্তর
ভারতীয় জনতা পার্টি: ৩৭.১৮
তৃণমূল কংগ্রেস: ৩১.৭
কংগ্রেস ও বাম জোট: ৭.১৪

জয়ী আসন: ভারতীয় জনতা পার্টি
হবিবপুর (সংখ্যালঘু/ উপজাতি)
গাজোল (সংরক্ষিত)
মালদা (সংরক্ষিত)
ইংরেজবাজার

জয়ী আসন: তৃণমূল কংগ্রেস
হরিশ্চন্দ্রপুর
মালতিপুর
রতুয়া
মানিকচক
মোথাবাড়ি
সুজাপুর
বৈষ্ণবনগর
চাঁচল

Advertisement