• facebook
  • twitter
Wednesday, 14 January, 2026

৫ বছর বাদে আবার একদিনের ক্রিকেটের সিংহাসনে বিরাট

প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অন্যতম ব্যাটসম্যান হিসেবে ৯৩ রান করে সবার নজর কেড়ে নিয়েছিলেন।

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি তখনও রাজকোটের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামেননি। তার আগেই ড্রেসিং রুমে বিরাট কোহলির কাছে খবর পৌঁছে গেল, তিনি আইসিসি-র বিচারে একদিনের ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের মধ্যে পয়লা নম্বর হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পাঁচ বছর বাদে কোহলি আইসিসি-র বিচারে একদিনের ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে আবার মসনদে বসলেন। তিনি রোহিত শর্মাকে টপকে এই সম্মান পেলেন।

প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অন্যতম ব্যাটসম্যান হিসেবে ৯৩ রান করে সবার নজর কেড়ে নিয়েছিলেন। অবশ্য রোহিত শর্মা সেইভাবে তাঁর ব্যাট থেকে ভালো রান উপহার দিতে পারেননি। যার ফলে রোহিতের জায়গা বদল হয়ে গেল। বুধবার আইসিসি-র যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে তাতে এক নম্বরে রয়েছেন কোহলি। এর আগে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। কোহলির পয়েন্ট ৭৮৫। এক থেকে একেবারে তিন নম্বরে নেমেছেন রোহিত। তাঁর পয়েন্ট ৭৭৫। কোহলি ও রোহিতের মাঝে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল।

Advertisement

এখন তাঁর ৭৮৪ পয়েন্ট। প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটসম্যান রয়েছেন। ৭২৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন এক দিনের অধিনায়ক শুভমন গিল। ৬৮২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে শ্রেয়স আইয়ার। ১১ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। তাঁর পয়েন্ট ৬৫৪। অবশ্য দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লোকেশ রাহুল শতরান করে আবার নজর কাড়লেন। আশা করা যায়, আগামী মাসে তিনি তাঁর জায়গা বদলে দিতে পারবেন।

Advertisement

২০২১ সালের ২ এপ্রিল এক দিনের ক্রিকেটে শীর্ষস্থান হারিয়েছিলেন কোহলি। এত দিন পরে আবার মসনদে বসলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ বিরতি কাটিয়ে এক দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও পরের সাত ম্যাচে তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করে তাঁর দক্ষতা প্রকাশ করেছেন।এই সাত ম্যাচে তিনি করেছেন ৬৭৭ রান। তারই পুরস্কার পেয়েছেন কোহলি।

Advertisement