• facebook
  • twitter
Tuesday, 13 January, 2026

তপসিয়ায় উল্টে গেল বাস, আহত বহু

পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি আসার পথে তপসিয়া মোড়ের কাছে উল্টে যায় বাসটি

প্রতীকী চিত্র

তপসিয়ায় ভয়ানক ভাবে উল্টে গেল একটি যাত্রীবোঝাই সরকারি বাস। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় সূত্রে খবর, পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি আসার পথে তপসিয়া মোড়ের কাছে উল্টে যায় বাসটি। আহত হন বহু যাত্রী।

বাসের মধ্যে আটকে পড়েন অনেকে। আটকে পড়েন কন্ডাকটরও। বাসের পেছনের কাচ ভেঙে যাত্রীদের বের করে আনা হয়। এদের মধ্যে অনেকেই গুরুতর আহত।  চলছে উদ্ধারকাজ। উদ্ধার করা যাত্রীদের  চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

এই দুর্ঘটনার জেরে প্রবল যানজট সৃষ্টি হয়। তপসিয়া হয়ে ইএমবাইপাসের দিকে যাওয়ার রাস্তায় বাস চলাচল বন্ধ রাখতে হয়। বাসটি সরানোর চেষ্টা করা হচ্ছে, যাতে যান চলাচল স্বাভাবিক হয়। এই দুর্ঘটনা কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

Advertisement